আমার চেয়ে বড় বোকা আপনি

 

আমার চেয়ে বড় বোকা আপনি 




বাদশা হারুনর রশীদের দরবারে সব সময় এক পাগল যাওয়া আশা করত।  তার নাম ছিল বাহলুল  বাদশা ও পাগল কে অনেক ভালবাসতেন। এবং রাজ দরবারে সবাই কে বাদশা বলে দিয়েছেন। বাহলুল পাগলের জন্য রাজদরবারে দরজা যেন সব সময় খোলা থাকে।

এর কারণ হলো বাদশা বুঝতেন এই পাগল কোন সাধারণ পাগল নয় এই পাগল হলো আল্লাহর পাগল। তাই বাদশা তার জন্য রাজদরবারে সব দরজা ওপেন করে দিয়েছেন।

এভাবে কয়েক বছর কেটে গেছে হটাৎ একদিন বাহলুল পাগল  রাজদরবারে প্রবেশ করতেছে এমন সময় বাদশা ছোট একটি লাঠি হাতে নিয়ে গুরাচ্ছেন বাহলুল পাগল বাদশা কে সালাম দিয়ে বললো।

মহারাজ এই লাঠি এভাবে গুরাচ্ছেন কেন রাজা তখন  বললেন এই নেন এটা তোমাকে দিলাম তুমি এটা তোমার চেয়ে বোকা কাউকে পেলে তাকে দিয়ে দিবে।

এর মানে বাদশা তাকে বুঝাতে চাইলেন তোমার চেয়ে বোকা আর কেউ নাই তাই লাটি টি তোমার কাছে রেখে দাও। বাদশা তাকে ডাইরেক্ট না বলে লাঠির মাধ্যমে বুঝাইলেন।

বাহলুল পাগল ও কিছুটা বুঝতে পারলো। এর পর বাহলুল পাগল রাজদরবারে খাওয়াদাওয়া শেষ করে চলে গেলো। সে অনেক জায়গায় ঘুরে আর তার চেয়ে বোকা খুজতে থাকে।

দুই তিন বছর পর বাহলুল পাগল খবর পায় বাদশা হারুনুর রশিদ খুব অসুস্থ মৃত্যুশয্যায় তাই দৌড়াতে দৌড়াতে রাজদরবারে হাজির হয়ে বাদশা কে সালাম দিয়ে বললো মহারাজ কেমন আছেন।

বাদশা বাহলুল পাগল কে বললেন আমার তো সফরের সময় হয়ে গেছে। তখন বাহলুল পাগলা বলে মাশাল্লাহ লোকজন পাঠাইছেন নি আগে বাদশা বললেন ওরে বাহলুল এখনো তোমার পাগলামি শেষ হলো না।

আখেরাতে সফরে কি লোক পাঠানো যায় বাহলুল পাগল বলে ও মা আপনি দেখি কোন জায়গায় সফরে গেলে আগে সৈন্য পাঠাতেন খাবার পাঠাতেন সব ঠিক টাক আছে কি না তা আগে থেকে পরীক্ষা করে দেখার জন্য।

বাদশা বললেন কি পাগলামি করেন মিয়া ওখানে কাউরে পাঠানো যায় না। বাহলুল পাগল বলে ও আচ্ছা তাইলে খানা টানা পাঠাইছেন নি। বাদশা বললেন পাগলামি ছাড়ে আইছেন আমাকে দেখতে দেখেন বসেন  দোয়া করে।

কবরে খাবার দেবে এটা কোন ধরনের কথা বাহলুল পাগল বলে আচ্ছা এটা বাদ দেন। এখন বলেন আসবেন কবে। বাদশা বললেন আপনিতো দেখি পুরো পাগল হয়ে গেছেন আখেরাতের সফরে গেলে কি আর কেউ ফেরত আসে এ কথা কোন দিন শুনছেন নাকি।

তখন বাহলুল পাগল বলে বাদশা পাইছি  বাদশা বললেন কি পাইছেন বাহলুল পাগল বলে আমার চেয়ে বোকা পাইছি এই বোকা লোক হলেন আপনি এই নেন আপনার লাঠি।  আপনি নেন।

বাদশা বললেন কি ভাবে বুঝলেন আমি আপনার থেকেও বোকা। বাহলুল পাগল বলে আপনি দুনিয়ায় সফরে গেলে একমাস আগে  থেকে তারিখ টিক করতেন সৈন্য পাঠাতে খাবার পাঠাতেন আবার ফিরে আসার তারিখ টিক করে রাখতেন।

আর এখন আখেরাতের সফরে আপনি একা যাচ্ছেন অথচ আপনার কোন প্রস্তুতি নাই। তাই আপনার চেয়ে বোকা আপনি ছাড়া আর কেউ নাই।

বাদশাহ হারুনর রশীদ তখন দুচোখের পানি চেড়ে বলেন ও বাহলুল পাগল আমি তো মনে করেছিলাম তুমি একটা পাগল আসলে তুমি পাগল নয়। আসল পাগল আমি কারণ আমি দুনিয়ায় সফরের জন্য কত প্রস্তুতি নিয়েছি

কিন্তুু আখেরাতের সফরের জন্য কোন কিছু নিতে পারলাম না। আজ আমাকে সূন্য হাতে একা যেতে হচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url