বাবা দেওয়া তিনটি ওসিয়ত
বাবা দেওয়া তিনটি ওসিয়ত
এক বাবা তার ছেলেকে ওসিয়ত করে বলেন বাবা স্ত্রীর কাছে কোন দিন গোপন কথা বলবে না। আর পুলিশের সাথে কোন দিন বন্ধুত্ব করবে না। এবং বাড়ির উঠানে কোন দিন বরই গাছ লাগাবে না।
এই ওসিয়ত করার কিছু দিন পর ছেলেটার বাবা মারা গেলেন। তার পর ছেলেটি মনে মনে চিন্তা করালো তার বাবা কি জন্য তাঁকে এই ওসিয়ত করে গেলেন।
সে এই তিনটি কথার রহস্য বুঝার জন্য একজন পুলিশ অফিসারের সাথে বন্ধুত্ব করলো। এবং মাঝে মধ্যে তার বাড়িতে পুলিশ অফিসারকে এনে দাওয়াত খাওয়াত।
তার পর তার বাড়ীর উঠানে কয়েক টি বরই গাছ রোপণ করলো। তার পর স্ত্রীকে পরীক্ষা করার জন্য বাজার থেকে বড় একটি ডাব কিনে তার মধ্যে লাল রং লাগিয়ে একটি গামছা দিয়ে বেদে।
স্ত্রীর কাছে এসে বললো এই আমিতো একটা মাডার করে ফেলেছি এখন তুমি আমাকে একটু সাহায্য কর। তার পর স্বামী স্ত্রী দুজন মিলে ডাব টিকে বাড়ির পাশে একটি জংগলের মধ্যে পুঁতে রাখলো।
কিছু দিন পর স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হলো স্ত্রী তখন গোপনে পুলিশ অফিসারকে ফোন দিয়ে বললো তার স্বামী কিছু দিন আগে একটা লোককে মেরে তার মাতা বাড়ির পাশে জংগলের মধ্যে পুঁতে রেখেছে।
সাথে সাথে পুলিশ এসে তাকে এরেস্ট করে বললো আপনি কিছু দিন আগে একটা মাডার করেছেন। সে বললো তার প্রমাণ কি তখন পুলিশ তার স্ত্রীকে সাথে নিয়ে জংগল থেকে পুঁতে রাখা পোটলা টি উঠালো তার পর সেটা খুলে দেখতে পায়।
একটা ডাব তখন লোকটা স্ত্রী বললো তার স্বামী রাতের অন্ধকারে মাথা টা সরিয়ে সে খানে ডাব রেখেছে। স্ত্রী একথা শুনে লোকটি একটি দৌড় দিলো এবং সেই বরই গাছের কাঁটা তার পায়ের মধ্যে ঢুকে সে মাটিতে পড়ে গেল।
তখন লোকটা চিৎকার করে বলতে লাগলো বাবা আমি তোমার দেওয়া ওসিয়ত অমান্য করার কারণে আমার আজকে এই দশা হলো।