দুই বাটপার ও একজন হুজুর
দুই বাটপার ও একজন হুজুর
দুই বাটপার মিলে একজন হুজুরের কাছে দুই পোটলা স্বর্ণ মুদ্রা রেখে বললো হুজুর আমরা দুজন একমাসের জন্য সফরে বেরোচ্ছি। তাই এই স্বর্ণ মুদ্রা গুলো আপনার কাছে আনামত রেখে গেলাম আমরা সফর শেষ করে এসে আপনার কাছ থেকে নেব।
হুজুর বললেন আচ্ছা ঠিক আছে। কিছু দিন পর দুজনের মধ্যে একজন এসে বললো হুজুর আমার বন্ধু তো এক্সিডেন্ট করে মারা গেছে। তাই আপনি ঐ স্বর্ণমুদ্র গুলো আমাকে দিয়ে দেন। হুজুর বললেন না আমি এভাবে আপনাকে একা দিবো।
কারণ আমার কাছে আনামত রেখেছেন আপনার দুজন তাই আপনার দুজন ছাড়া একজনকে আমি দিতে পারি না। হুজুরের কোন কথা না শুনে জোর করে সে দুটি পোটলা নিয়ে গেল।
হুজুর নিরুপায় হয়ে তাকে পোটলা দুটো দিয়ে দিলেন। পরে দিন দ্বিতীয় লোকটি এসে বলল হুজুর আমার পোটলা টি আমাকে দিয়ে দেন। হুজুর বললেন ভাই আপনার বন্ধু এসে আপনার মৃত্যুর খবর শুনিয়ে আমার কাছে থেকে জোর করে পোটলা দুটো নিয়ে গেছে।
লোকটি বললো হুজুর এতো কথা শোনার সময় আমার নেই আপনি আমার পোটলা টি তাড়াতাড়ি আমাকে দেন আমার অনেক কাজ আছে। হুজুর তখন বুদ্ধি করে বললেন।
ভাই আপনার যখন পোটলা গুলো আমার কাছে আনামত রাখেন তখন কথা ছিল আপনার দুজন এক সাথে এসে পোটলা গুলো নিবেন। এখন আপনি কেন একা এসেছেন যান আপনার বন্ধুকে নিয়ে আসেন। তাহলে আমি আপনাদের স্বর্ণমুদ্রা গুলো ফিরিয়ে দেবো।
