একজন হুজুর ও একজন জেনারেল শিক্ষিত লোক

 

একজন হুজুর ও একজন জেনারেল শিক্ষিত লোক




একজন হুজুর তার স্ত্রী কে নিয়ে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন।তারা যখন ট্রেনে উঠে তাদের সিটে বসলেন তখন তারা দেখতে পেলেন  তাদের পাশের সিটে বসে আছে একজন জেনারেল  শিক্ষিত লোক ও তার স্ত্রী।

জেনারেল শিক্ষিত লোকের স্ত্রীর পরেন ছিল বেশ খোলামেলা পোশাক। এবং তারা হুজুর ও তার স্ত্রীকে দেখে বলতে লাগলো মোল্লারা তাদের বউকে  আবদ্ধ করে রাখে তাদের কোন স্বাধীনতা নেই।

তখন হুজুর বললেন ভাই আপনার হাতে ঐ ব্যাগের মধ্যে আছে কি তখন লোকটা বললো আমার এই ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা আছে। তখন হুজুর বললেন আপনি এগুলো ব্যাগের মধ্যে রেখেছেন কেন।

জেনারেল শিক্ষিত লোকটি বললো চুর এবং খারাপ লোকদের হাত থেকে বাঁচার জন্য রেখেছি। হুজুর বললেন ভাই আমিও আমার স্ত্রীকে এজন্যই বোরকা পড়িয়ে আবদ্ধ করে রেখেছি। যাতে কোন খারাপ লোকের দৃষ্টি তার দিকে না পড়ে।

কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সার ধন সম্পদ চেয়ে ও মূল্যবান। আর আপনার কাছে আপনি স্ত্রী টাকা পয়সা ধন সম্পদের চেয়েও মূল্যবান নয়। তাইতো আপনি আপনার স্ত্রী কে খোলামেলা রেখেছেন। হুজুরের এ কথা শুনে লোকটির মাথা নিচু হয়ে গেল।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url