বাদশার হাঁসের মাংস খাওয়া ইচ্ছে হলো।
বাদশার হাঁসের মাংস খাওয়া ইচ্ছে হলো।
এক বাদশার খুব ইচ্ছে হলো হাঁসের মাংস খাওয়া তাই তিনি বাবুর্চি কে বললেন একটি হাস ভুনা করে দেওয়া জন্য।
বাদশার কথা মতো বাবূর্চি একটি হাস জবাই করে ভুনা করা শুরু করলো। কিন্তুু বাবূর্চি লোভ সামলাতে না পেরে হাঁসের একটি পা খেয়ে ফেললো।
বাদশার সামনে যখন হাঁসের ভুনা দেওয়া হলো বাদশা খেয়াল করে দেখেন হাঁসের একটি পা নেই তাই তিনি বাবুর্চিকে বললেন হাঁসের একটি পা কোথায়।
বাবূর্চি বাঁচার জন্য বললো মহারাজ এই হাঁসের একটি পা ছিল। বাদশা বললেন হাঁসের একটি পা থাকে তার প্রমাণ কি।
তখন বাবূর্চি রাজপ্রসাদের পুকুর ঘাটে একপায়ে দাঁড়িয়ে থাকা একটি হাস দেখিয়ে বললো এই যে দেখুন এই হাসটির ও এক পা।
বাদশা তখন দুই হাতে একটি তালি বাজালেন তখন হাসটি আরেক টি পা বের করে দাড়ালো। বাবূর্চি তখন বলে উঠলো মহারাজ আমি যদি আগে জানতাম হাতে তালি দিলে।
হাঁসের আরেক টি পা বের হয় তাহলে রান্না কররা সময় আমি দুই হাতে তালি দিতাম। আর হাঁসের অন্য পা টি বের হয়ে যেতো।