রাজা ও দরবেশ

 

রাজা ও দরবেশ




একজন দরবেশ রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি স্বর্ণ মূদ্রা খুড়িয়ে পেল। সে মনে মনে চিন্তা করলো আমার তো এই স্বর্ণ মূদ্রার প্রয়োজন নেই।

রাস্তায় যদি কোন গরীব মানুষ পাই তাহলে তাকে দিয়ে দিবো। এই ভেবে দরবেশ সামনের দিকে হাঁটা শুরু করলো এমন সময় দরবেশ দেখতে পেলো।

এই রাজ্যেররাজা বিশাল বড় একটি বাহিনী নিয়ে কোথায় যেন যাচ্ছেন। তখন রাজা দরবেশ কে দেখে বললেন হুজুর আমাদের জন্য দোয়া করবেন আমরা যুদ্ধে যাচ্ছি।

তখন দরবেশ এই স্বর্ণ মূদ্রাটি রাজার হাতে দিয়ে বললো রাজা মশাই এই স্বর্ণ মূদ্রাটি আপনি রাখেন। তখন রাজা বললেন এই বিশাল রাজ্যের মালিক আমি আর একটি মাত্র  স্বর্ণ মূদ্রা দিয়ে আমি কি করবো।

তখন দরবেশ বললো আমার মনে হয় এই স্বর্ণ মূদ্রাটি আপনার খুব  প্রয়োজন। কারণ এতো বিশাল সম্রাজ্য থাকতে আপনি আরেকটি সম্রাজ্য দখল করতে যাচ্ছেন। তখন রাজা বুঝতে পারলে ঠিক তো দরবেশের কাছে একটা স্বর্ণ মূদ্রা আছে আর সে এইটা অন্যকে দান করে দিচ্ছে।

আমার এতো বড় বিশাল  সম্রাজ্য থাকতে আমি আরেক টি সম্রাজ্য দখল করা ঠিক হবে না।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url