অহংকারী মোল্লা ও তার ছাত্র

 


অহংকারী মোল্লা ও তার ছাত্র




এক মোল্লা কিছু ছাত্র ছাত্রীকে প্রাইভেট পড়াতো মোল্লা ছিল হিংসুটে ও অহংকারী সে প্রতি দিন একএকজন ছাত্র ছাত্রীকে দিয়ে জোর পূর্বক তার জন্য  নাস্তা আনতে বাধ্য করতে।

একদিন একটা ছেলেকে ডেকে বললো তুই আগামীকাল আমার জন্য নাস্তা আনবি। ছেলেটি পরের দিন সকালে মোল্লা জন্য একটি মাটির পাত্রে খির নিয়ে আসলো। মোল্লা খির দেখে হাত না ধুয়ে খেতে শুরু করলো।

খাওয়া শেষ করে মোল্লা ছেলেটা কে ধমক দিয়ে বললো আরে বেটা এতো অল্প করে খির আনলে কেন। আরো একটু বেশি আনতে পারলি না।

ছেলে টি বললো হুজুর আমিতো এই পাত্র ভর্তিকরে খির আনছিলাম  কিছু দুর আসার পর আমার প্রস্রাবে দরে আমি  রাস্তার মধ্যে মাটির পাত্রটি রেখে প্রস্রাব করতে বসে  প্রস্রাব শেষ করে দেখি কুকুর অর্ধেক খির খেয়ে ফেলেছে।

ছেলেটির এই কথা মোল্লা প্রচন্ড রাগ হয়ে আচার মেরে মাটির পাত্রটি ভেঙ্গে ফেলো ছেলেটি আরো জোরে কান্না করতে শুধু করলো। মোল্লা তখন বললো এই কাঁদিস কেন আমি কি তোরে মেরে। তুই এতো জোরে জোরে কান্না শুরু করেছিস।

ছেলেটি বললো হুজুর আমি আজকে বাড়ী গেলে মা আমাকে মেরে ফেলবে। হুজুর বললেন কেন ছেলেটি বললো আপনি যে মাটির পাত্রটি ভেঙে ছেন ওটাতে আমার ছোট ভাই রাতে প্রস্রাব করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url