চার অন্ধের হাতি নিয়ে গল্প

 

চার অন্ধের হাতি নিয়ে গল্প




চারজন অন্ধ লোক গেছে হাতি দেখতে গিয়ে একজন ধরছে হাতির পেট একজন ধরছে হাতির পা একজন ধরছে হাতির কান একজন ধরছে হাতির দাঁত। চার ভালো করে হাত দিয়ে হাতাইয়া হাতি দেখে বাড়ীর দিকে রওনা হলেন।

রাস্তায় হাটতেছে আর তারা গল্প করতেছে। যে হাতির পেট ধরছিল সে বলতেছে হাতি দেওয়ালের মতো। যে ধরছিল হাতির পা সে বলতেছে হাতি কলা গাছের মতো যে ধরছিল হাতির কান সে বলতেছে হাতি কুলার মতো যে ধরছিল হাতির দাঁত সে বলতেছে হাতি মুলার মতো।

এই নিয়ে তারা চার জনে মধ্যে ঝগড়া শুরু হলো। এ সময় তাদের পাশ দিয়ে একজন চক্ষু ওয়ালা লোক যাচ্ছিল। চক্ষু ওয়ালা লোক বললো ভাই কি নিয়ে আপনার ঝগড়া করেন।

তখন তারা বললো হাতি নিয়ে। আমি বলি হাতি দেওয়ালের মতো ও বলে হাতি কলা গাছের মতো সে বলে হাতি কুলার মতো তিনি বলেন হাতি মুলার মতো। এবার আপনি বলেন হাতি কিসের মতো।

চক্ষু ওয়ালা লোক বললো আপনারা তো বলছেন হাতির এক একটা অঙ্গে কথা।

Previous Post
No Comment
Add Comment
comment url