মায়ের দোয়া পেয়ে যুগশ্রেষ্ঠ অলিয়ে কামিল
মায়ের দোয়া পেয়ে যুগশ্রেষ্ঠ অলিয়ে কামিল
হযরত বায়েজিদ বোস্তামী রহঃ যখন ছোট তখন হটাৎ একদিন তাঁর মা অসুস্থ হয়ে পড়লেন, গভীর রাতে বায়েজিদ বোস্তামীর মা বায়েজিদ বোস্তামীকে বললেন পানি পান করবেন।
বায়েজিদ বোস্তামী দৌড়ে গিয়ে দেখেন ঘরে পানি নেই তখন তিনি পানি কলসি হাতে নিয়ে দৌড়াতে শুরু করলেন অনেক দুর গিয়ে একটি কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে আসলেন।
এসে দেখতে পেলেন উনার মা ঘুমিয়ে গেছেন তখন বায়েজিদ বোস্তামী পানির পিয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। মায়ের ফজরের নামাজের সময় ঘুম ভাঙ্গলো এবং মা দেখতে পেলেন। উনার ছোট ছেলে বায়েজিদ বোস্তামী।
পানির পিয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মা তখন জিজ্ঞেস করলেন বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বায়েজিদ বোস্তামী রহঃ বললেন মা তুমি পানি পান করার কথা বলার পর আমি ঘরের মধ্যে পানি
না পেয়ে অমুক যায়গায় পানি আনতে যাই পানি নিয়ে এসে দিকে তুমি ঘুমিয়ে গেছ তাই পানি পিয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। মা তখন ছোট ছেলে বায়েজিদ বোস্তামীকে জড়িয়ে বুকের মধ্যে রেখে দোয়া করেন
হে আল্লাহ আমার এই ছেলে বায়েজিদ বোস্তামীকে তুমি যুগশ্রেষ্ট ওলি বানিয়ে দিও। সাথে সাথে আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে যায়। এবং বায়েজিদ বোস্তামী রহঃ যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যান।
বায়েজিদ বোস্তামী (রহঃ) ছিলেন ইসলামের একজন প্রসিদ্ধ ওলিইআল্লাহ ও সুফি সাধক। তাঁর প্রকৃত নাম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে সুরুশান আল-বোস্তামী। তিনি খোরাসানের বোস্তাম নগরীতে (বর্তমান ইরান) জন্মগ্রহণ করেন আনুমানিক ৮০৪ খ্রিস্টাব্দে।