দুনিয়ায় মোহে ডুবে গিয়ে
দুনিয়ায় মোহে ডুবে গিয়ে
একলোকের একটি অসুখ হলো সে অনেক ডাক্তার কবিরাজের কাছে চিকিৎসা নিলো কিন্তুু কিছুতে তার অসুখ সারলো না।
সর্বশেষ সে এক দরবেশের কাছে গেল। গিয়ে বললো আমি একজন বড় ব্যবসায়ী আমার এমন একটাটা অসুখ হয়েছে।
যা কোন ডাক্তার কবিরাজ কমাতে পারেনি আপনি দয়া করে আমার অসুখটি সারিয়ে দিন। দরবেশ চোখ বন্ধ করে বললেন তোমার অসুখ আর সারবে না।
এবং তুমি আজ রাতে মারা যাবে। লোকটি চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বাড়ীর দিকে রওনা হলো। কিছু দুর যাবার পর দেখলো রাস্তার পাশে এক ফকির বসে আছে।
তার গায়ে ছেড়া কাপড় পড়ে বসে আছে। লোকটি ভাবলো আমিতো রাতে মারা যাবো। আমার এই দামি কাপড়চোপড় দিয়ে কি হবে।
লোকটি তার গায়ের দামী কাপড় খুলে ফকিরকে দিয়ে দিলো। এবং নিজে ফকিরের ছেড়া কাপড় পড়ে রওনা হলো ।
কিছু দুর যাবার পর দেখলো এক শিশু একটি কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদছে আর বলছে তুমি চলে যাওয়ার পর থেকে আমার না খেয়ে আছি এমনকি মা ও কিছু খায়নি।
এই শিশুর কান্না দেখে লোকটি ভাবলো আগামীকাল আমার সন্তানরাও এভাবে আমার কবরে কাদবে। তাই লোকটির কাছে টাকা ভর্তি একটি ব্যগ ছিলো তা ছেলেটা কে দিয়ে দিলো।
পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল লোকটি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লো। সকাল বেলা ঘুম ভাঙ্গা পর লোকটি দেখে সূর্য উজ্জ্বল ভাবে উদিত হয়েছে।
তখন অবাক হয়ে লোকটি আবার দৌড়ে এসে দরবেশ কে বললো আপনি বলছিলেন আমি রাতে মারা যাবো অথচ আমি এখন ও বেছে আছি।
দরবেশ মূসকি হেসে বললেন তুমি দুনিয়ায় মোহে ডুবে গিয়ে তোমার ধনসম্পদ ভুল পথে ব্যয়ে করছিলে তাই তুমি বিপদ ছিলে কিন্তুু যখন তুমি এক ফকির কে পোশাক দান করলে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরোগ্য দান করলেন।
আর যখন তুমি এক ইয়াতিম কে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানদের ইয়াতিম হয়া থেকে রক্ষা করলেন।
