হযরত মুসা আঃ এর জামানার একটি ঘটনা

 

হযরত মুসা আঃ এর জামানার একটি ঘটনা




হযরত মুসা আঃ এর জামানায় এক লোক এসে হযরত মুসা আঃ কে বললো হে আল্লাহর নবী আমার একটি উট আছে সে প্রতি রাতে অনেক জোরে  কান্নাকাটি করে।

আমি তার এই কান্নায় অনেক টা বিরক্ত হযরত মুসা আঃ উট টির কাছে গেলেন এবং কমল ভাবে জিজ্ঞেস করলেন তুমি কেন কাদে উটটি উত্তর দিলো প্রতি রাতে আমার মালিক যখন ঘুমায়।

তখন আমি তার বিছানা নিচে আগুনের শিখা দেখতে পায়। আমি তা দেখে ভয় পাই। আর ভাবতে থাকি যদি এই আগুন আমাকে গ্রাস করে ফেলে।

একথা শুনে হযরত মুসা আঃ লোকটাকে জিজ্ঞেস করলেন তুমি এমনকি পাপ করেছ যে তোমার কপালে জাহান্নাম লেখা হয়ে গেছে।

লোকটি তখন চুপ করে রইলো তার পর চোখ নিচু করে বললো আমি অনেক বড় এক গোনা করে ফেলেছি আমি আমার ভাইকে হত্যা করেছিলাম যেন তার সম্পদ আত্মসাৎ করতে পারি হে আল্লাহর নবী আমাকে আপনি রক্ষা করুন।

তখন হযরত মুসা আঃ রাগান্বিত হয়ে বললেন তুমি তো এক জুলুম করেছো তুমি যদি সত্যিকার অর্থে তওবা করতে চাও তাহলে এখনি আল্লাহর কাছে ক্ষমা চাও আর তোমার ভাইয়ের সম্পদ তার ছেলে মেয়েদের ফিরিয়ে দাও।

তখন লোকটি দুচোখের পানি চেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আর তার ভাইয়ের সম্পদ তার ভাতিজাদের ফিরিয়ে দিলো। তার ভাতিজারা তাদের বাবা সম্পদ ফিরে পেয়ে অনেক খুশি হলো।

এবং তারা তাদের পিতার হত্যা কারিকে ক্ষমা করে দিলো এর পর থেকে উট আর তার মালিকের বিছানার নিচে আগুনের শিখা দেখেনি এবং কান্না ও করেনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url