সে এক আজব ছাত্র

 


সে এক আজব ছাত্র




একজন শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করলেন তোমার বাবার নাম কি তখন ছাত্র বললো স্যার বাংলায় বলবো না ইংরেজিতে বলবো। শিক্ষক বললেন ইংরেজিতে বলো।

ছাত্র তখন বললো আমার বাবার নাম বাটার রেড গভর্মেন্ট  শিক্ষক আশ্চর্য হয়ে বললেন মানে, তখন ছাত্র বললো স্যার বাটার অর্থ হলো  মাখন রেড অর্থ হলো  লাল আর গভর্মেন্ট  অর্থ হলো  সরকার।

সুতরাং আমার বাবার নাম হলো  মাখন লাল সরকার। তখন শিক্ষক বললেন ও আচ্ছা তাই নাকি। তাহলে তোমার মায়ের নাম কি।  ছাত্র বললো স্টার মাইন্ড ওয়াইফ শিক্ষক তখন বললেন তার মানে কি রে।

ছাত্র বললো এটার মানে খুবি সহজ স্টার মানে তাঁরা, মাইন্ড অর্থ হলো মন আর ওয়াইফ অর্থ হলো বিবি। সুতরাং আমার মায়ের নাম হচ্ছে তাঁরা মন বিবি।

শিক্ষক আর আশ্চর্য  হয়ে বললেন আচ্ছা বলতো দেখি তোর দাদার নাম কি। ছাত্র তখন বললো ফাদার বাস শিক্ষক বললেন এটার ও ব্যাখ্যা করে দাও।

ছাত্র তখন বললো ফাদার মানে হচ্ছে আব্বা আর বাস মানে বাস আমার দাদার নাম আব্বাস।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url