তিন ব্যক্তিকে কিয়া মতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে।
তিন ব্যক্তিকে কিয়া মতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে।
তিন ধরনের লোকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা চিৎকার করে বলবে হে আল্লাহ আমাদেরকে আরেক বার দুনিয়াতে পাঠাও।
তাদের মধ্যে একজন হলেন শহিদ যিনি লোক দেখানোর জন্য শহিদ হয়েছিল। দ্বিতীয় জন হলেন আলেম যে হক কথা বলতে ভয়পেত আর মানুষকে জ্ঞান দিতো।
তৃতীয় লোক হলো একজন ধনী লোক যে মানুষের কাছে সুনাম পাওয়ার জন্য দান খয়রাত করতো। তারা তিন জন দুনিয়ায় নাম খেতি অর্জনের জন্য এসব করেছে।
তাদের যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা চিৎকার করতে থাকবে আর বলতে লাগবে হে আমাদের প্রতিপালক আমাদের আরেক বার ফেরত পাঠান আমরা আর এসব কাজ করবো না
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার জন্য নেই কোন ফেরত নেই কোন ক্ষমা। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাঁরা বলবে আমাদের জাহান্নাম থেকে বের করুন আমার আর এসব কাজ করবো না।
