একজন মুমিন মুসলমানের মৃত্যু
একজন মুমিন মুসলমানের মৃত্যু
একজন মুমিনের মৃত্যুর সময় যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুজন সাদা পোশাক পরা ফেরেস্তা পাঠান তার ঐ মমিন বান্দার কাছে।
মৃত্যুপথযাত্রী মুমিনের সামনে বসে থাকে। এরপর মৃত্যুর ফেরেশতা (মালাকুল মাউত) এসে বলে—
হে শান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আস।
তখন ঐ মুমিন বান্দর আত্মা বেরিয়ে আসে ঝর্ণার মতো কোমলতায়। ফেরেস্তারা তা গ্রহন করে সম্মানের সাথে।
এবং ফেরেস্তারা আত্মাটিকে নিয়ে যায় জান্নাতের দিকে তখন জান্নাতের দরজা খুলো খুলে দেওয়া হয় আর ফেরেস্তারা সারি সারি দাড়িয়ে বলতে থাকে এতো অমুকের পুত্র অমুক জান্নাতের অতিথি।
আল্লাহ বলেন আমার বান্দাকে সিদ্দিকীন ও শহিদের মাঝে স্থান দাও এবং তার কবর জান্নাতের বাগানে পরিনত হয় এবং জান্নাতের দরজা জানালা খুলে দেওয়া হয়। জান্নাতের সুভাষ আসতে থাকে।
